নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর নগরীর সপুরাস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে শাহমুখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলওয়ার হোসেন।
শাহমখদুম থানা বিএনপি’র আহ্বায়ক শাহীন ইকবাল এর সভাপতিত্ব্ েসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী মহানগর বিএনপি সদস্য মনিরুজ্জামান শরীফ, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি। এছাড়াও উভয় থানার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র আহ্বায়ক কমিটি বিভিন্ন থানা ও ওয়ার্ডে ওয়ার্ডে অথর্ব কমিট গঠন করছে। শুধু তাইনয় বিএনপি’র ত্যাগি নেতাদের বাদ দিয়ে সময়ের কোকিল ও অন্যদলের লোকজন নিয়ে কমিটি করছে। এজন্য তারা আহ্বায়ক কমিটির কয়েকজনের সাথে না থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগরীর প্রতিটি থানায় কমিটি দিচ্ছেন। এরপর তারা ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি দেবেন বলে জানান তাঁরা।
তারা আরো বলেন, আগামী ৭ তারিখ বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে ৮ নভেম্বর বিকেল ৪টায় রাজশাহী কলেজ শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করা হবে। এই মিছিলে সবাইকে সময়মত উপস্থিত থাকার আহ্বান জানান তাঁরা। বক্তব্য শেষে প্রধান অতিথি জসিম উদ্দিনকে আহ্বায়ক এবং রবিউল ইসলাম রবিকে সদস্য সচিব করে মোট ১৩ সদস্য বিশিষ্ট চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। এছাড়াও তিনি শাহিন ইকবালকে আহ্বায়ক ও জিল্লুর রহমানকে সদস্য সচিব করে মোট ৩০ সদস্য বিশিষ্ট শাহ্ মখ্দুম থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।