নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার জেলা ও দায়রা জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালতসমূহ, বিভাগীয় বিশেষ জজ আদালত ও শিশু আদালতে এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ প্রদান হয়েছে। সেইসাথে আদালতে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়।
জেলা জজ আদালতে জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মাইনুল আহসান পান্না। এছাড়াও একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ৭জন ও সহকারী জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ১৫জন। এদিকে মহানগর দায়রা জজ আদালতে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আলহাজ¦ আলী আশরাফ মাসুম, অতিরিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ৬জন এবং সহকারী পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ১৫ জন ও জেলা দায়রা জজ আদালতে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট রাইসুল ইসলাম, অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯জন এবং সহকারী পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৯জন।