নিজস্ব প্রতিবেদক: সকল প্রশাসনিক পদ থেকে স্বৈরাচার আওয়ামী দোসরদের অনতিবিলম্বে অপসারণ এবং শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষাবিদ এবং সমাজসেক নাগরিক পার্লামেন্ট বাংলাদেশের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগরিক পার্লামেন্ট আহ্বায়ক মাহমুদ নাসের। নাগরিক পার্লামেন্ট এর মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজাসহ অত্র সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।
মানববন্ধনে তারা বলেন, দেশ পুনারায় স্বাধীন হলেও এখনো বৈষম্য জায়নি। শিক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। তারা বলেন, প্রশাসন থেকে আওয়ামী দোসরদের বিতারিত করলে এ সকল সমস্যা দুর হবে। তারা আরো বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর। কিন্তু এখান থেকে উপদেষ্টা পরিষদে কাউকে স্থান দেয়া হয়নি। এটা কোনভাবেই কাম্য নয়।
বক্তারা আরো বলেন, বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা অধিদপ্তরে এখনো আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে। এজন্য তারা আবারও সেই পূর্বের ন্যায় উচ্চ ও মাধ্যমিক বিদ্যালয় সমুহে এবং প্রাথমিকে লটারীর মাধ্যমে ভর্তি নেয়ার ঘোষনা দিয়েছে। তারা এর তীব্র বিরোধিতা করেন। সেইসাথে আওয়ামী দোসরদের উচ্চ পদ থেকে হটিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আহ্বান জানান।