রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

রাজশাহীর বিভিন্ন আদালতে নিয়োগকৃত আইন কর্মকর্তাগণের জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার জেলা ও দায়রা জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালতসমূহ, বিভাগীয় বিশেষ জজ আদালত ও শিশু আদালতে এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ প্রদান হয়েছে। নিয়োগ্রাপ্ত আইনজীবীগণ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাঁরা জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন এবং তাদের নামের তালিকা প্রদান করেন। জেলা প্রশাসক সহযোগিতার আশ^াস প্রদান করে সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, জেলা জজ আদালতে নয়া জিপি এডভোকেট মাইনুল আহসান পান্না, অতিরিক্ত জিপি এডভোকেট সিরাজুল করিম মাসুম, আলী মুর্তুজ্ ইব্রাহিম শাকিল,শামসুল হক,নূর-এ কামরুজ্জামান ইরান, জয়নাল আবেদীন, মাহবুব জুবেরঅী রাজু ও হাফিজুল ইসলাম।

সহকারী কুশলী এডভোকেট কামরুজ্জামান বকুল, মনোয়ারা বেগম, আমজাদ হোসেন, সেকেন্দার আলী,মোস্তফা কামাল, সাইদুর রহমান, ফেরদৌসী, আবু মোত্তালেব বাদল, সরফরাজ নেওয়াজ, তানভীর আহমেদ মিথুন, আব্দুল্লাহেল কাফি বাক্কার, মঞ্জুয়ারা খাতুন, সালাউদ্দিন, এস.এম মোফাজ্জল হক মোশাররফ হোসেন।

এছাড়াও মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আলহাজ¦ আলী আশরাফ মাসুম, অতিরিক্ত পিপি এডভোকেচট আজিমুশ সান উজ্জ্বল, মাহাবুবুল ইসলাম, খাইরুল বাশার সৈয়দ বদরুল আলম, আব্দুল হামিদ, মিয়া নুরুজ্জামান বাবু, জানে আলম, শামীম হায়দার দারা, সানেয়ার কবির খান ঈশা, আমিনুল হক বাবলু, জালাল উদ্দীন, তহিজ উদ্দিন, মোশারফ হোসেন বুলবুল, হাবিবুর রহমান, মমতাজ উদ্দিন আহম্মেদ বাবু, ইবনে সালাম, শহীদুল হক মুন, লায়লা আঞ্জুমান মিতা, আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন সহকারী পিপি সারওয়ার জাহান তুহিন, আদীব ইমাম ডালিম, আসাদুল ইসলাম, রায়হান কবির, সুলতানা শারমিন আঁখি, বেলাল উদ্দিন, আব্দুল লতিফ, আব্দুল বারী, শহিদুল ইসলাম, নারগিস জাহান বাবু, সাবিহা সুলতানা পপি, আফজাল হোসেন, রোকন ইসলাম খান, আ. বারিক হমেল হাসনাইন সোহাগ, আদিলুজ্জামান শাহজাহান আলী ফাহিম, জাহাঙ্গীর আলম, নাঈম আজাদ, রজব আলী, জাকির হোসেন, নরেন্দ্র নাথ টুডু, সাকিব রসুল খান ভিক্টর, সরকার জাফর ইকবাল শাহিন, মতিউর রহমান মতি, রেশমা খাতুন, সজ্জাদ হোসেন, ইয়াসিন আলী আজিজা সুলতানা মৌসুমী, নজরুল ইসলাম প্রামানিক, নোয়ার হোসেন, লুৎফর রহমান বাদশা, সাব্বির আহম্মেদ চৌধুরী, জান্নাতুন ফেরদৌস রুপু, সাব্বির হোসেন, গোলাম তৌহিদ মান্নান, শারমিন সুলতানা অরিন, নাসির উদ্দিন, শাহাদত হোসেন বাচ্চু, সাইদুর রহমান, গোলাম হোসেন, শরিফুল আরেফিন সবুজ, সালাউদ্দিন আহমেদ সবুজ, অলিউল ইসলাম, নুরুন নাহার লাভলী রত্না, মাঈনুর রহমান, রেজাউল ইসলাম, রেজাউল ইসলাম ও আফজাল হোসেন।

এছাড়াও দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর পিপি মানসী আবুল কালাম আজাদ, বিভাগয়ি বিশিষ জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পিপি শামসাদ বেগম মিতালী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি ইমতিয়ার মাসরুর আল-আমিন, সাইবার ট্রাইব্যুনালে পিপি মাহমুদুর রহমান রুমন, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনার এর পিপি শাহজামাল, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এর পিপি াশিরাফ উজ্জামান মল্লিক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিমেষ পিপি মোজম্মেল হক, শিশু আদালত ১ ও ২ এর পিপি সিফাত জেরিন তুলি, শাহীন কবির, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলহাজ¦ আলী আশরাফ মাসুম, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মুহা. আতিকুর রহমান ইতি, শামীম আহমেদ, মাসুদ সরদার, এনামুল ঘশ মে, ম. নাজমুর রহমান সাগর ও এস.এম. জ্যোতিউল ইসলাম সাফী, সহকারী পিপি মু. এাসুদ আলাম, শহিদ উদ্দিন চান্দা, তারেক হোসেন, মাসুদ আহমেদ, শাহিন আলম মাহমুদ, মাখন সরকার হিমেল, আফরিনা আক্তার পিউ, রুবিনা খাতুন, সাজিউর রহমান সাজু, ফয়সাল আলম নয়ন, কানিজ ফাতেমা কাজল, সাখাওয়াত হোসেন শামীম, সালেহা পারভীন ডলি, রাকিবুল ইসলাম রাকিব ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin