নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রতিবন্ধী শিশুদের সক্ষমতা বৃদ্ধিমূলক ও সুরক্ষা বিষয়েসমজাকর্মী, ওপিডি সদস্য ও মাঠকর্মীদেও সমন্বয়ে দুইদিনব্যাপি প্রশিক্ষণ শেষ হয়েছে। সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইড) সংস্থার আয়োজনে ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউনিসেফ এর সহযোগিতায় ইনক্লুসিভ চাইল্ড প্রোটেক্টশন সিসটেম এট ন্যাশনাল এন্ড সাব-ন্যাশনাল লেভেলস টু প্রটেক্ট চিলড্রেন উইথ ডিজেএ্যাবিলিটিস প্রকল্পের উদ্যোগে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ডাসকো ফাউন্ডেশন এর হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কল্পনা প্রতিবন্ধী সংস্থার সভাপতি সোহেল রানার সার্বিক সহযোগিতায় সিএসআইডি সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিপুল কুমার চক্রবর্তী এবং প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে প্রতিবন্ধীতার সজ্ঞা, ধরন ও কারণ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট ও প্রতিবন্ধী শিশুদের কিভাবে সনাক্ত করা যায়, গর্ভ হতে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশে জীবন দক্ষতা, শিশু বিকাশ সম্পকে আলোচান, শিশুর শারীরিক ও মানসিক দিকে বেড়ে ওঠা ও এক বছর পর্যন্ত শিশুদের আচরণ ও উদ্দীপনা, শিশু অধিকার ও প্রতিবন্ধী শিশুদের অধিকার, দূর্যোগকালীন সময়ে নিজেকে এবং প্রতিবন্ধী শিশুদের রক্ষায় কৌশল ও করণীয়, জীবন দক্ষতা বৃদ্ধির কৌশল ও প্রয়োজনীয়তা এবং সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গঠন বিষয়ে আলোচনা করা হয়।