নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দবিস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা মৎস্যজীবী দলের আয়োজনে বর্নাঢ্য র্যালি করা হয়। রাজশাহী মহানগরীর কুমারপাড়া থেকে তারা র্যালি বের করেন। র্যালিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে নানা ধরনের স্লোগান দেন। র্যালি নিয়ে নেতাকর্মীরা মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাগরপাড়া বটতলায় যেয়েশেষ করেন। সেখানে সংক্ষিপ্ত পথসভা হয়।
র্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মামুন আল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল রবু, মহানগরের সাংগঠকি সম্পাদক লাল চান্দ, জেলা মৎস্যজীবী দলের নেতা আব্দুর রাজ্জাক, জুয়েল ও বেলাল।
আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) মৎস্যজীবী দলের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক নাসিম ও সাংগঠনিক সম্পাদক কাজল, বোয়ালিয়া থানা(পূর্ব) মৎস্যজীবী দলের সভাপতি আলম, সাধারণ সম্পাদক মালেক ও সাংগনিক সম্পাদক শামীম, মতিহার থানা মৎস্যজীবী দলের সভাপতি জিনারুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাশিয়াডাঙ্গা থানা মৎস্যজীবী দলের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, রাজপাড়া থানা মৎস্যজীবী দলের সভাপতি আলতাব, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ জেলা ও মহানগরের বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।