নিজস্ব প্রতিবেদক: ৭নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন রাজশাহী মহানগর যুবদলের সস্য সুরাজ আলী। তিনি বৃহস্পতিবার বিকেলে হাদির মোড় নদীর ধার এলাকায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জিয়া পরিষদের সহ-সভাপতি জিএম সামাল রোজসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার প্রায় দুইশতাধিক নারী পুরুষ।
সভায় বক্তব্য রাখেন সুরাজ আলী। তিনি বলেন, সিপাহী-জনতা বিপ্লব করে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন। তিনি আরো বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকার নির্ভাচন হবে। এই নির্বাচেন বিএনপি সমর্থিত প্রার্থী ভোট প্রদান করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ২৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচন করবেন। এই নির্বানে তাকে দোয়া ও ভোট প্রদান করার অনুরোধ করেন তিনি। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মৃত সকল মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং যারা অসুস্থ রয়েছেন তাদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামাল হোসেন।