নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের অন্তর্গত আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বৃহস্পতিবার বেলা ৩ টায় সময় পদ্মা আবাসিক এলাকায় প্রকল্পের ডিআইসিতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্প পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার জাহেদুর রহমান। তিনি পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এই ধরনের সেবার পাশাপাশি আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনওে সুযোগ-সুবিধা আদায় করে দেওয়া। এর মধ্যে চিকিৎসা সেবা একটি অন্যতম।
ক্যাম্পে ৪৩ জন পথশিশু এবং ১৭ জন অভিভাবকসহ মোট ৬০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার ফরিদুল ইসলাম, প্যারামেডিক ইসরাত জাহান ও প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ। রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার জাহেদুর রহমান যাদের জটিল সমস্যা আছে তাদেরকে চিকিৎসার জন্য সার্বিক সহায়তা করবেন বলেন আশ্বাস দেন।