নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দলোনে রাজশাহীতে শহীদ শাকিব আনজুমের কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দসহ মহানগরের নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুম্মা নগরীর টিকাপাড়া গোরস্থানে কবর জিয়াতরতের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের ১নং সহ-সভাপতি জহির রায়হান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান হাবিব, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিউল ইসলাম সজিব সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময়ে তারা শহীদ শাকিব আনজুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ।