নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদস্য ও আওয়ামীগের বিরুদ্ধে মামলা করায় তাদের পক্ষ থেকে মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা লাইলা সুলতানা লিজা। শনিবার দুপুর ১টায় বড়কুঠিস্থ পদ্মাপাড় একটি রেস্টুরেন্টের মাঠ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিজা উল্লেখ করনে, তিনি রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ও একজন ব্যবসায়ী।
তিনি গত ২৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে রাজশাহী সি এম এম-১ আদালতে পুলিশ সদস্য ও আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে মোট ৫২ জন আসামী করেন। মামলাটি তদন্ত হিসেবে পি বি আই কে দেওয়া হয়েছে। এই মামলার করার পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাননাসের হুমকি দিচ্ছে। এছাড়াও বিবাদীরা তাঁকে দলীয় পদ থেকে বহিস্কারের হুমকি দিচ্ছে বলে বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদিকা সাদিয়া আফরিন সুলতানা সুমি, লিজার স্বামী মনিরুল ইসলাম মনি ও রাবি ছাত্রদল নেতা ওসামা জাস্টিস ইসলাম।