নিজস্ব প্রতিবেদক: মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় নগরীর তালাইমারীতে গণতন্ত্রের মাতা সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ এই সমাবেশ করেন তিনি। সমাবেশ শেষে তিনি বিক্ষোভ মিছিল করেন।
এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। সেই সাথে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল খুনি দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী ও নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবী জানান।
এদিকে রোকসানা বেগম টুকটুকি বলেন, খুনি হাসিনা মনে করেছিলেন এই দেশ তাঁর বাবার। তিনি কখনো ক্ষমতা ও দেশ ছাড়বেন না। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে জানে বেঁচেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর দাবী জানান।