নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতে জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন আর্থক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর উদ্যোগে ৬দফা দাবি পুরনেল অনিষ্টিকালের জন্য শাট ডাউন কর্মসূচী শুরু হয়েছে। রোববার সকাল ৯টা হতে এই শাট ডাউন কর্মসূচী শুরু হয়। এ সময়ে উপস্থিত ছিলেন প্রদান সমন্বয়ক উন্নয়ন ম্যানেজার মোকসেদুল হক, সহ-সমন্বয়ক রাজশাহীর শাখা ইনচার্জ আমজাদ হোসেন, এনামুল হক, লতিফুর কবীর বাবু, মোজাম্মেল হক, এমদাদুল হক, উন্নয়ন অফিসার মামুন রানা, ইব্রাহিম আলী, জামিল, আজিজ, মোজাম্মেল, মোজাফ্ফর হোসেন, রায়হান, শাহীন,, আমিনুল ইসলাম, প্রদীপ, বেলাল, তৌহিদুজ্জামান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, দিলিপ কুমার, গুলমরাজ, আমিনুল ইসলাম শাহীন ওবাদল পাঠকসহ অন্যান্য উন্নয়ন অফিসারগণ।
এ সময়ে তারা দাবী করেন তারা জীবন বীমা কর্পোরেশনর উন্নয়ন ম্যানেজার ও অফিসার অত্যন্ত পরিশ্রম করে বীমা পলিসি করান। কিন্তু এই পলিসি নিয়ে অনেক বৈষম্য করা হচ্ছে। তার এসকল বৈষম্যেও অবসান চান বলে এই শাট ডাউন কর্মসূচী শুরু করেছেন।
শাট ডাউন থেকে তারা ১৯৭৮ সালের সার্ভিস প্রবিধানমালা হুবহু বাস্তবায়ন করা, চাকুরীর ধারাবাহিকতা প্রদান, ২০১৫ সালের পে-স্কেল নিঃশর্ত ভাবে বাস্তবায়ন, ২০১৯ সাল থেকে বীমা গ্রাহকদেরকে বর্ধিত হারে বোনাস প্রদান, মহামান্য হাইকোর্ট রিটকারী সৈয়দ আসিফ রাজ্য রাজ সহ অবৈধভাবে সাল চাকুরীচ্যুতদের ১৯৭৮ সালের চাকুরী প্রবিধানমালা অনুযায়ী পুনঃবহাল করা ও জীবন বীমা কর্পোরেশনে স্বৈরাশাসক কর্তৃক নিয়োগকৃত পরিচালনা বোর্ড (পরিচালনা পর্ষদ) বাতিল করতে হবে বলে তারা দাবী করেন।