নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে রোববার বেলা ২টায় রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও আলুপট্টিতে অবস্থান কর্মসূচী পালিত হয়। বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা এবং বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে এই কর্মসূচী পালন করেন তারা।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর পরিচালনায় অবস্থান কমসূচী ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি জহির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার,সদস্য সচিব আল আমিন।
আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিউল ইসলাম সজিব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর, মাহমুদুল হাসান রূবেল, হুমায়ন আহমেদ, বেদার উদ্দিন বিদ্যুৎ, ফায়সাল আহমেদ, মতলেব হোসেন, সদস্য আসলাম হোসেন, হাসেম আলী, পলাশ আহমেদ সহ সকল থানা,শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অবস্থান শেষে তারা আলুপট্টির মোড় থেকে পতিবাদ মিছিল বের করেন। মিছিল নিয়ে নগরীর তারা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ করেন। এ সময়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।