নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ড বিএনপি, যুবড়ল ও ছাত্রদলের আয়োজনে বর্নাঢ্য র্যালি করা হয়। র্যালিটি নগরীর বহরমপুর এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মালোপাড়া ভুবনমোহন পার্ক চত্বরের সামনে এসে শেষ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি, মাইনুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম শেখ।
রাজপাড়া থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম খাইরুল বাসায় মিলন, রাজপাড়া থানার সাবেক যুগ্ম আহ্বায়ক রতন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খোকন আহম্মেদ, ৩নং ওয়ার্ড মহিলাদলের সভানেতী মুরশেদা খানম, সাধারণ সম্পাদক খাতুনে জান্নাত মিনা, সিনিয়র সহ-সভাপতি মিনু, সাংগঠনিক সম্পাদক শ্যামলি বেগম ও সিনিয়র যুগ্ম সম্পাদিকা রুবিনা সহ আরোও নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।