নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন এর পক্ষ থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসনের নতুন জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন, কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী, ও নবোদয় পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হাবিবা খাতুন।
সভাপতি স্বপন তাঁর এসোসিয়েশন ও কিন্ডারগার্টেন স্কুল সমুহের দিকে বিশেষ নজর রাখার আহ্বান জানান। সেইসাথে এই এসোসিয়েশনের কার্যক্রম সমুহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁর কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।