নিজস্ব প্রতিবেদক: আওয়ামীলীগের দখলবাজ সন্ত্রাসী দ্বারা দখলকৃত নিউওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানীর জমি উদ্ধার এবং দখলবাজ সন্ত্রসীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিউওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানীর শেয়ার হোল্ডারবৃন্দ এবং এলাকাবাসী।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগরীর হাদির মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলাউদ্দিন,দূর্লভ, বরজাহান, আকতারুজ্জামান টেনি, খোরশেদ আলম রিংকু, তারিখক হাসান লিটু, লিটন, সাইদুর, সৈকত, সিজার, জুলু, সুরাজ, কমল,সেলিম রেজা জনি, রুবেল ও মাসুদসহ অত্র কোম্পানীর অন্যান্য শেয়ারহোল্ডার এলাকাবাসীবৃন্দ।
বক্তারা হুশিয়ার করে বলেন, যদি অবৈধ এই দখলের উপরে কাজ বন্ধ না হয় তাহলে আগামীতে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আর এই ঘটনার জন্য দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে বলে মানবন্ধনে উল্লেখ করেন তারা।