মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে আন্তঃ শ্রেণি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সাকালে এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ হয়। রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে, অত্র কলেজ হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শুরুর পুর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের গার্ড অব অনার প্রদান করা হয়।

সুশিক্ষার মানোন্নয়নে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান অতিথি ছাত্র-জনতার আন্দোলন এবং দেশকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করতে যেয়ে যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেইসাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত, সুস্থ্যতা কামনা করেন। এছাড়াও তিনি সহযোগিতার জন্য তাকে বলার জন্য পরামর্শ দেন। তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছেন দ্বিতীয় জন্মদাতা। কিছু কিছু ক্ষেত্রে এখন অবক্ষয় হয়েছে তাদের আর আমরা মানতে চাইনা। সমাজে অনেক অবক্ষয় হয়ে গেছে। এখন পূর্বের ন্যায় আর নৈতিকতা শিক্ষা দেয়া হয়না। নৈতিকতা শিক্ষা ফিরিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে কথায় কথায় বলেন, এ যুগের সন্তানেরা অন্যরকম হয়ে গেছে। তেমন কিছুই জানেনা। এর জন্য পুরোপুরি সন্তানের দায়ী করলে হবেনা। কেন জানেনা এর মূল কারন অনুসন্ধান করতে হবে। আমরা তাদের জানাতে পারিনি। পূর্বে শিক্ষকদের দেখলে আমরা দাঁড়িয়ে যেতাম। তিনি স্কুলে নৈতিকতা শিক্ষা দেয়ার পরামর্শ দেন। এতে করে তারা শিক্ষকদের সম্মান করবে। মোবাইল দেয়া হয়েছে অনলাইন ক্লাস করার জন্য। এর বাহিরে কি হচ্ছে তা দেখতে হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এরপর প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin