মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাবের সামনে জাতীয় পতাকা গায়ে রাস্তায় শুয়ে ও দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, সক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদিকে আমলে নেয়া হয়। একজন পেশাজীবী ডিপ্লোমাধারীও পেশাদার স্নাতকধারীর মত করে পদোন্নতি পেয়ে থাকেন।

গত ৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে বিভিন্ন আইএইচটির শিক্ষার্থীবৃন্দ দাবী দাওয়া বাস্তবায়নের জন্য মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপর ১৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ একটি সংবাদ সম্মেলন করে এবং গত ২০ অক্টোবর ২০২৪ ইং তারিখে সারা দেশের আইএইচটি ও অধ্যক্ষকে দাবী দাওয়া সম্পর্কিত স্মারকলিপি প্রদান করা হয়। এরপর ধাপেধাপে বিভিন্ন সময় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, গত ৪নভেম্বর ২০২৪ ইং তারিখে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম আইএইচটিতে একটি ঘরোয়া আলোচনার মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা নিকট ৬ দফা দাবী উপস্থাপন করেন। এবং একই দিনে স্বাস্থ্য অধিদপ্তরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ সহ পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্ট প্রতিনিধিগণ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দের সহিত ৬ দফা দাবী নিয়ে একটি আলোচনা সভা করেন। সেইসাথে ভিন্ন ভিন্ন তারিখে বিভিন্ন উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা হলের অদ্যবধি দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে জানান তারা।

সেবার এ গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার যথাযথ আশু অবসান করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের নিকট স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করা এবং পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধি ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে দাবী করেন।

তারা আরো দাবী করেন ঢাকা আইএইচটি-কে “বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি” নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএইচটিসমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন সহ বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin