নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইজতেমা। এই ইজতেমায় রাজশাহী জেলাসহ দেশের অন্যান্য জেলা থেকে ধর্মপ্রান মুসলমানগণ উপস্থিত হয়েছেন। ঐ সকল মুসলমানদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবার উদ্যোগ নিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে বিনা মূল্যে স্বাস্থ্য সেবাসহ ওষুধ ও পানি বিতরণ করা শুরু হয়েছে। চলবে ইজতেমা শেষ হওয়া পর্যন্ত। অত্র কর্মসূচীতে স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাক্তার তাওসীফ ইকবাল, নিশাত জামী ও নূর ইসলাম।
এ বিষয়ে রফিকুল ইসলাম রবি বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের স্বরনে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, রাজশাহী জেলা থেকে শুরু করে অন্য জেলা হতে অনেক ধর্মপ্রান মুসল্লী এই ইজতেমায় এসেছেন এবং আসা অব্যাহত রয়েছে। তারা যেন কোন প্রকার স্বাস্থ্য ঝামেলা থেকে নিরাপদে আল্লাহর ধ্যানে মসগুল থাকে তার জন্যই এই ছোট্ট প্রয়াস।
শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এবং বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে সকল শহীদদের স্বরনে এবং আত্মার শান্তি কামনায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ইজতেমার তিনদিন বিরতিহীন চলবে এই সেবা কার্যক্রম। আর এই স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল ডাক্তারগণদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।