নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার নওহাটা পৌরসভার আরাফাত রহমান কোকোর স্মৃতি স্বরণে একদিনের সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার নওহাটা পৌর ৪ নং ওয়ার্ড এর বাগধানী উলাপুর গ্রামের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপির সদস্য এমদাদুল হক।
এ সময়ে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন ও সহ-সভাপতি কাওছার আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরশ আলী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বকুল সরদার, ৪ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মুস্তাকিম ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়ালসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।