নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুনির হোসেন এর মায়ের কবর জিয়ারত করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সমপাদক এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভা বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইটসহ অত্র ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে মিলন বলেন, একতাই হচ্ছে সকল শক্তির মুল। বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে। আওয়ামী প্রেতাত্তারা ওঁত পেতে রয়েছে, সুযোগ পেলেই ছোবল মারবে। ঐ সকল শত্রুদের মোকাবেলা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
বক্তব্যের পূর্বে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।