নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নেয়া অব্যাহত রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় গত ৫ই আগষ্ট কুষ্টিয়া জেলা সদরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত ওয়াসিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। সেইসাথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান-এর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার-এর তত্ত্বাবধানে, জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ ও সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন-এর ব্যবস্থাপনায় ওয়াসিমের খোঁজ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং রংপুর জেলা ছত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ নুরনবী ইসলাম (নয়ন)। এ সময় তার সাথে রাজশাহী কলেজ শাখার কনভেনর ছাত্রনেতা আবীর হাসান হিমেল।
এ সময়ে ছাত্রদল নেতা ডা. মুহাম্মদ নুরনবী ইসলাম নয়ন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সরব ছিলাম। এই গণআন্দোলনে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। যার ফলশ্রুতিতে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে আহতদের সহায়তা করে আসছি। আমরা একটি বেষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি বলে জানান তিনি।