নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত এক বছর পূর্বে জিয়া পরিষদ, রাজশাহী জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। তারপরেও রাজশাহী জেলা জিয়া পরিষদের এই বিলুপ্ত কমিটির সদস্য গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের নারায়নপুর গ্রামের শাকিল আহমেদ এর বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙিয়ে বিভিন্ন রকম কার্যক্রমে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে বলে জিয়ার পরিষদ-এর দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি খেকে জানা গেছে।
এমতাবস্থায় রাজশাহী জেলা জিয়া পরিষদের বিলুপ্ত কমিটির সদস্য শাকিল আহমেদ এর সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন জিয়া পরিষদ এর মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন।