নিজস্ব প্রতিবেদক: সাইদুর রহমান স্কুল এন্ড কলেজে শনিবার দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। ভদ্রা আবাসিক এলাকায় অত্র প্রতিষ্ঠানের সামনের মাঠে শনিবার সকাল ১০টায় উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এরপর তাঁরা মেলার স্টল পরিদর্শন করেন। এরপর শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর হারুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত রাজশাহী টিচার ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল।
সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক াধ্যক্ষ সাইদুর রহমান সায়েদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার প্রশাসন আব্দুল মালেক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, লেখক, প্রকাশক ও সংগঠক শেখ সাইদুর রহমান সাঈদ, মাদার বখস গার্হস্থ্য কলেজের প্রফেসর আকতার বানু বীনা ও পঞ্চগর জেলার সাবেক জেলা প্রশাসক (উপসচিব) এ.কে.এম মাহবুবুর রহমান, সিয়াম সিটি সিমেন্ট বাংলাদেশ এর ম্যানেজার তরিকুল ইসলাম তারিক। এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে স্টল প্রদানকারী ও হাম, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।