নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সামাজিক অন্তর্ভূক্তি করণের লক্ষে সোমবার সকাল ১০টায় গোদগাড়ীর পাকড়ী ক্লাবে আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়। ইমপ্রুভ একসেস টু সোস্যাল ওয়েলফেয়ার, এডুকেশন এন্ড হেলথ ফর সিনিয়র সিটিজেন এন্ড পারসনও উইথ ডিজাবিলিটিস এডিকশন প্রোবলেমস ইন বাংলাদেশ (এসডিডিবি) কারিতাস রাজশাহী রিজিয়নের আয়োজনে সভায় উন্নয়ন কমিটি ও ক্লাব সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পাকড়ী উন্নয়ন কমিটির সভাপতিত নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল হক, উন্নয়ন কমিটির সম্পাদক আজিজুল হক। সভার সার্বিক সহাযোগিতায় ছিলেন কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের অত্র প্রকল্পের স্বেচ্ছাসেবক দাউদ চঁড়ে। এছাড়াও উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রতিবন্ধীরা এই সমাজেরই একজন। তারা আলাদা কিছু নয়। তারা আমাদেরই সন্তান। সরকার প্রতিবন্ধীদের শতভাগ ভাতার ব্যবস্থা করেছে। এজন্য পরিবারে কোন প্রতিবন্ধী সরকারী ভাতা এর আওতায় না আসলে দ্রুত ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তারা। বক্তব্য শেষে ছয় জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, ব্যাগ ও টিউশন হিসেবে নগদ অর্থ প্রদান করেন।