নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনপাড়া ইউননিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক টুলু আহমেদকে আওয়ামী সন্ত্রাসীরা চলতি মাসের ১৬তারিখ শনিবার মারপিট করে গুরুতর আহত করে। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর প্রতিবাদে সোমবার বিকেলে বিলধুবইল এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা থানা বিএনপি’র সদস্য আবুল কালাম সরকার। সভায় সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার। উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপি’র সাবেক যুগ্ম, আহ্বায়ক এমদাদুল হক, পবা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম, পবা উপজেলা বিএনপি’র সদস্য সেলিম উদ্দিন, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রমজান আলী, দর্শনপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হুমায়ন কবির, দর্শনপাড়া কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, পবা উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আব্দুল মানিক, দর্শনপাড়া ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম।
এছাড়াও যুবদল নেতা লালন, বাবুল, জহিরুল সহ দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিলধুবইল বাজার হতে বিক্ষোভ মিছিল নিয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে পুণরায় বাজারে ফিরে এসে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।