নিজস্ব প্রতিবেদক: “প্রতিটি শিশুকে সমানভাবে রক্ষা করুন এবং আচরণ করুন” এই মুলসুরকে সামনে রেখে কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যেগে প্রকল্পের ডিআইসিতে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ডিআইসি এর সামনে থেকে শুরু করে ভদ্রা আবাসিক এলাকার ৮নং রোড হয়ে হজ্বের মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইসি এর সামনে এসে শেষ করা হয়।
র্যালি শেষে ডিআসিহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রবেশন কর্মকর্তা মনিরুজ্জামান। আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রবেশন অফিস ইনস্ট্রাক্টর নুরুল আমিন। এছাড়াও পশশিশু, রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী, শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ ও প্রকল্পের স্টাফসহ মোট ৫৮জন উপস্থিত ছিল। সভা সঞ্চালনায় ছিলেন আলোকিত শিশু প্রকল্প মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে।
আলোচনা সভার পূর্বে উপস্থিত পথশিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এর মধ্যে ছিলো বাংলাদেশের জাতীয় ফুল শাপলা চিত্রাঙ্কন প্রতিযোগীতা। এছাড়াও পথশিশুরা ছড়া, কাবিতা, নাচ ও গানেও অংশগ্রহন করে ।
প্রধান অতিথি পথশিশুদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বর্তমানে যে জায়গায় আছেন আগামীতে তোমরা ঐ স্থানে বা এর চাইতে ভালো স্থানে যাবে। ভালো স্থানে যেতে হলে সবার আগে সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। আজকের বিশ্ব শিশু দিবসে শপথ করি । আমরা মিথ্যা কথা বলব না, খারাপ ভাষা ব্যাবহার করব না, মা বাবার ও বড়দের কথা মত চলব, লেখাপড়ায় মনোযোগী হব। তিনি পশশিশুদের মটিভেশন মুলক উপদেশ দেন।
সভার সভাপতি বলেন, তাঁরা শিশুদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছেন। বিশ্ব শিশু দিবসে যে বিষয়গুলো জানা হলো তা সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি। সেইসাথে তিনি বিশ্ব শিশুদিবসের তাৎপর্য ব্যাখা করেন। বক্তব্য শেষে সকল পথশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৪০জন পশশিশু, ৮ জন রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের ছাত্র-ছাত্রী, শিশু সুরক্ষা কমিটির ২জন সদস্য,প্রকল্পের স্টাফ সহ মোট ৫৮জন উপস্থিত ছিল। সভা সঞ্চালনায় ছিলেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে।