নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের দুইদিনব্যাপি বাংলা সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পবা ভূগরোইল চার্চ এর একটি প্রশিক্ষণ রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত প্রশিক্ষনের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, প্রশিক্ষণের সমন্বয়ক ও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহমেদ বিন্দু, গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান ও সংগীত প্রশিক্ষক বাবুল। এছাড়াও পাহাড়িয়া গ্রাম প্রধান স্টেফান বিশ্বাস ও অঞ্জলি বিশ্বাস সহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বেনজামিন টুডু বলেন, গান হচ্ছে মনের খোরাক। গান গাইলে যেমন মন ভাল থাকে, তেমনি বিভিন্ন রোগবালাই থেকেও মুক্ত থাকা যায়। এছাড়া নিজে দেশের সংস্কৃতিকে ধরে রাখতে গান শেখা অতি জরুরী বলে উল্লেখ করেন তিনি। সবাইকে মনোযোগ সহকারে গান শেখার পরামর্শ দেন তিনি।