নিজস্ব প্রতিবেদক: “হাতে দেখলে সাদাছড়ি,এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে রাজশাহীতে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ের একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহীর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) ড. এ.বি.এম শরীফ উদ্দীন।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা, মানব সেবা অভিযান সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পাবলিক রিলেশন অফিসার এস.এম নাসির আহমেদ, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সভাপতি শহিদুল ইসলাম ও সহ-সভাপতি মেটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, রাজশাহী শাখার সাধারণ সম্পাদক জরিনা খাতুন। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে সভার সভাপতি প্রতিবন্ধীদের নানা ধরনের সমস্যা তুলে ধরেন। সেইসাথে প্রধান ও বিশেষ অতিথির নিকট সহাযোগিতা কামনা করেন। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে শহরে একটি স্থায়ী কার্যালয় করার জন্য খাসজমি লিজ প্রদান করার জন্য প্রধান অতিথি ও অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট অনুরোধ করেন।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ভাতা প্রদানে সংস্কার করা প্রয়োজন। সরকার ইচ্ছা করলে এর পরিবর্তন আনতে পারেন। তিনি বলেন, প্রতিবন্ধী সমন্ধে তার অনেকটাই ধারনা রয়েছে। শহর সমাজ সেবা কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধীদের এর বিস্তারিত তথ্য রয়েছে। শহর সমাজেসেবা কার্যালয় হতে প্রতিবন্ধীদেও ভাতা প্রদান করা হয়। তাদের সাথে সমন্বয় করে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।
তিনি আরো বলেন, অনেক পরিবারে প্রতিবন্ধী সন্তান থাকলেও তারা জানাতে চায়না। এটা ঠিক নয়। দৃষ্টি প্রতিবন্ধীরা লেখাপড়ায় অনেক এগিয়ে গেলেও তাদের কর্মসংস্থান দিতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়িমশি করেন। এজন্য প্রতিবন্ধীদের উন্নয়নের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে মানব সেবা অভিযান সংস্থা কর্তৃক প্রদানকৃত শতাধিক সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে প্রদান করেন প্রধান অতিথি।