নিজস্ব প্রতিবেদক: উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ঢ ভ্যান মালিক সমিতির পূর্বেও কমিটি বিলুপ্তি করে দুই সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলেন আল-আমিন সরকার টিটু ও সদস্য সচিব আব্দুর রউফ দিলিপ। এই কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠন করবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে কমিটি গঠন করার লক্ষে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ঢ ভ্যান মালিক সমিতির আয়োজনে মহানগরীর বারো রাস্তার মোড়ে তবলী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সহ-সাধারণ সম্পাদক হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, বোয়ালিয়া থানা বিএনপি’র আহ্বায়ক সামসুল হোসেন মিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, চন্দ্রিামা থানা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু।
এছাড়াও রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ঢ ভ্যান মালিক সমিতির অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সহযোগি সংগঠওে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, পূর্বের কমিটির সভাপতি এক ধরনওে স্বৈরাচারী মনোভাবী ছিলেন। তিনি পতিত সরকারের মদদপুষ্ট হওয়ায় কাউকে পাত্তা দিতেন না। এছাড়াও সমিতির অর্থের কোন হিসাব দিতেন না বলে জানান তারা। তারা আরো বলেন, কোথাও ট্রাক ও কাভার্ড ভ্যান দূর্ঘটায় পতিত হলে অর্থের বিনিময়ে তিনি উদ্ধারের ব্যবস্থা করতেন বলে উল্লেখ করেন তারা। নেতৃবৃন্দ পূর্বের কমিটির সকল হিসাব নিকাশ করার দাবী জানান। সব শেষে অত্র আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।