নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজী বন্ধের দাবীতে ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় ভদ্রা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন অত্র সমিতির সহ-সভাপতি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ও প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ অত্র সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীগণ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে সন্ত্রাস ও চাঁদাবাজী দেখা যাচ্ছে। কেউ কেউ ভদ্রা বাজারের ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা দাবী করছে বা নিচ্ছে। এটা কখনো হতে দেয়া হবেনা। তারা বলেন, সন্ত্রাসী ও চাঁদা বাজদের ঠিকানা এই বাজারে কোনভাবেই হবেনা। তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান। সেইসাথে চাঁদাবাজদের আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তারা।