নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী পরিচালিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, রাজশাহীর ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ (আইসিইউ) রোববার বেলা ১১টায় উদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এবং রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। সেইসাথে ভর্তিকৃত রোগীর চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালে মানসম্মত চিকিৎসা প্রদান করা হচ্ছে মর্মে ভর্তিকৃত রোগীরা বলেন। তাদের কথা শুনে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অসংক্রামক ব্যাধিতে বিশ্বে যত মানুষ মারা যায় তার ৫০ ভাগ হৃদরোগের কারণ। দেশে প্রতি ৫ জন তরুণের মধ্যে একজন তরুণ হৃদরোগে আক্রান্ত হয়। এজন্য হৃদরোগ চিকিৎসাসেবার পাশাপাশি হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধে সকলকে অধিকতরও যত্নবান হতে হবে। তাহলে ৮০% হৃদরোগ সমস্যার সমাধান সম্ভব বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, স্বাধীনতাপূর্ব বাংলাদেশে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ব্রিগেডিয়ার আব্দুল মালিক ও শহীদ বুদ্ধিজীবী খ্যাতিমান কার্ডিওলজিস্ট ডা. ফজলে রাব্বির কর্মযোগ্য তিনি তুলে ধরেন। আগামী এক মাসের মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ক্যাথল্যাবের দ্বারা এনজিওগ্রাম, স্টেন্টিং, পেসমেকার স্থাপনসহ নানান চিকিৎসাসেবার সুযোগ অত্রাঞ্চলের জনগণ পাবে শুনে তিনি খুশি হন। ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণে সরকারি বরাদ্দ বৃদ্ধির জন্য তাঁর পক্ষ হতে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সিটি কর্পোরেশনে বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কার্ডিয়াক এ্যাম্বুলেন্স ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউকে রাজশাহীতে এ্যাম্বলেন্সটির সম্ভাব্য মেরামত শেষে দেওয়ার কথা উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নতুন চালুকৃত হার্ট হাসপাতালটি চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ফাউন্ডেশনের উন্নয়নের ক্ষেত্রে তাঁর পক্ষ হতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেন। রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক ফাউন্ডেশনে সরকারি বরাদ্দের বিষয়টি তিনি সহযোগিতার আশ্বাস দেন।
রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আইসিইউ প্রধান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র নির্বাহী সদস্য ডা. আবু হেনা মোস্তফা কামাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সহ সভাপতি- অধ্যাপক ডা. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর কার্যনির্বাহী পরিষদ সদস্য এনামুল হক, তরিকুল ইসলাম স্বপন, লিয়াকত আলী, খন্দকার মিজানুর রহমান খোকন, আককাস আলী, এস এম এহেসান কবীর, ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক, সেলিম রেজা খান, মনোয়ার হোসেন (সেলিম), আজীবন সদস্যবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, রাজশাহী’র চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর প্রতিনিধি, আগত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।