নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে সরকারি টাকা আত্মসাৎ, দুর্নীতি, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারসহ ফৌজদারি মামলায় চার্জশীট ভুক্ত আসামী হওয়ায় বিধিমালা অনুযায়ী গভর্নিংবডির নির্দেশনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কলেজের আর্থিক ও প্রশাসনিক পূর্ণাঙ্গ দায়িত্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীনকে প্রদান করা হয়।
এ বিষয়ে বিগত ৫ নভেম্বও ২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ সভাপতির কাছে সাবেক অধ্যক্ষ সেলিম রেজার বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষক কর্মচারী লিখিত অভিযোগ জানান। পরবর্তীতে ২১ নভেম্বও ২৪ইং তারিখ অধ্যক্ষ সেলিম রেজাকে অপসারনের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পূর্ণাঙ্গ দায়িত্ব হস্তান্তর করেন এবং অত্র প্রতিষ্ঠানেরই সমাজ বিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক ওমর কোরাইশীও ফৌজদারি মামলার চার্জশীট ভুক্ত আসামী হওয়ায় তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়।
২৩ নভেম্বর রাজাবাড়ি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, তিনি বিগত বছরে এ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ফৌজদারি মামলার চার্জশীটভূক্ত আসামী হওয়ায় বিধিমালা অনুযায়ী বর্তমানে তাঁর সাময়িক বরখাস্ত থাকার কথা থাকলেও বিগত গর্ভনিংবডি তাঁকে গত ১৮ মাস যাবৎ সাময়িক বরখাস্ত করেন নাই। পরে অধ্যক্ষ সেলিম রেজার বিভিন্ন অন্যায় ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাওশি) কর্তৃপক্ষ চলতি বছরের মার্চ থেকে গত ৮ মাস তাঁর বেতন স্থগিত করেছেন।
এ বিষয়ে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সেলিম রেজার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।