নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণের লক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ীর রাজাবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী ক্যাম্পেইনস টু রেইজ এ্যায়ারনেস এবাউট ডিসাবিলিটি রাইটস এন্ড প্রোমোট সোস্যাল ইনক্লুসান ও কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন ও ফোরাম কমিটি, প্রতিবন্ধী নারী ফোরাম ও সদস্যবৃন্দের অংশগ্রহনে সভায় সভাপতিত্ব করেন দেওপাড়া উন্নয়ন কমিটির সভাপতি আমান উল্লাহ। উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন সমাজকর্মী আব্দুল জলিল। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের অত্র প্রকল্পের স্বেচ্ছাসেবক সিতারাম।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রতিবন্ধীরা এই সমাজেরই একজন। তারা আলাদা কিছু নয়। তারা আমাদেরই সন্তান। সমাজ ও পরিবারে প্রতিবন্ধীদের স্বভাবত কারনে অবহেলিত হয়। আর বয়স্ক প্রতিবন্ধীরা আরো বেশী অবহেলিত হয়। এজন্য সরকার সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে এসেছে। সেইসাথে ঘোষনা দিয়েছে কোন প্রতিবন্ধী ব্যক্তি যেন ভাতা এর বাহিরে না থাকে। সকল প্রতিবন্ধীদের ভাতা এর আওতায় আনার জন্য তারা কাজ করছেন।
সেইসাথে কারিতাস এর এই প্রকল্পের মাধ্যমে তারা কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য প্রতিবন্ধীদের পরিবারের সদস্যদের আহ্বান জানান তারা।