নিজস্ব প্রতিবেদক: গ্রেফতারকৃত ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে সনাতনী মর্ধাবলম্বীরা। মঙ্গলবার বিকেল ৩ টায় নগরীর আলুপট্টিতে সমাবেশ শেষে তারা চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। এসময় তরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।
মিছিল শেষে আবারও তারা আলুপট্টিতে জড়ো হন। এসময় পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। টহল দেয় সেনাবাহিনী। মানববন্ধনে বক্তারা বলেন, এটি কোন রাজনৈতিক কর্মসূচি নয়। চিন্ময় দাস সনাতনীদের ৮ দফা দাবি আদায়ে কাজ করতেন। তাকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
রাজশাহীতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাঁরা শাহবাগে শ্রীকুশল বরণ চক্রবর্তীসহ সাধারন সনাতনী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানান। এসময় বিক্ষোভকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশে কেনো তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। তাদের আট দফা কেনো মেনে নেওয়া হবে না তা জানতে চান। তারা প্রশ্ন করেন কেনো চিম্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তার করা হলো। তাদের সাথে প্রতিনিয়ত বৈষম্য করা হয়।
তাঁরা আরও বলেন, তাদেরকে আওয়ামী লীগের ভোটব্যাঙ্ক বলা হয়। এজেন্ট বলা হয়, ও ভারতের দালাল বলা হয়। তারাতো বাংলাদেশের নাগরিক। তাদের জাতীয় পরিচয়পত্র আছে এরপরও একটা গোষ্ঠী বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। এসব তারা আর শুনতে চান না। এ বিষয়ে তারা তীব্র প্রতিবাদ জানান। উপস্থিত নেতাকর্মীরা আরো বলেন, যদি তাদের দাবি মেনে নিয়ে চিম্ময় কৃষ্ণ প্রভূকে মুক্তি না দেওয়া হয় তাহলে আগামীতে তারা আরও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন তারা।
উল্লেখ্য সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিম্ময় কৃষ্ণ দাশকে আটক করে। গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন ।