মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মানবিক বিভাগ চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সরকারী সিটি কলেজের মানবিক বিভাগ সরকারি সিটি কলেজ ছাত্রদলকে ৭উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মঙ্গলবার দিনব্যাপি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি নক আউট পর্বে অনুষ্ঠিত হয়। খেলায় এইচ.এস.সি প্রথম বর্ষের ৪টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে বিজ্ঞান বিভাগ,মানবিক বিভাগ,ব্যবসায় শিক্ষা বিভাগ ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের সায়েম।

চুড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রিদয়,রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন শুভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা জিদান, নোমান, ফাহিম, সোহান, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin