নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী এডভোকেট বার সমিতির সাধারন আইনজীবীবৃন্দ। বুধবার সকাল ১০টায় রাজশাহী আদালতের প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ আবুল কাশে সরকার।
উপস্থিত ছিলেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমসেদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী শাখার সভাপতি এডভোকেট মাইনুল আহসান পান্না, সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পি.পি আলহাজ¦ আলী আশরাফ মাসুম, এডভোকেট মিজানুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, এডভোকেট হাসানুল বান্না সোহাগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পি.পি ইমতিয়ার মাসরুর আল-আমিন, শিশু আদালত- ১ এর পি.পি এডভোকেট সিফাত জেরিন তুলি, বিশেষ আদালতের পি.পি এডভোকেট আবুল মতিন চৌধুরীসহ শতাধীক আইনজীবী উপস্থিত ছিলেন।
কর্মসূচী থেকে আইনজীবীরা সন্ত্রাসী ইস্কন এর কার্যক্রম বন্ধ করে দেয়ার দাবী জানান। তারা বলেন, শুধু ইস্কনের সদস্যরা নয় এর সাথে যুক্ত হয়েছে পতিত সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এবং আওয়ামী, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রীরা। আর এর পেছনে ইন্ধন জোগাচ্ছে পতিত সরকারের স্বৈরাচার খুনি হাসিনা। তিনি ভারতে বসে দেশকে অস্থিতিশীল করে তুলতে গভীর ষড়যন্ত্র করছে। দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবী জানান আইনজীবীরা। সেইসাথে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে কঠোর শস্তির দাবী জানান তারা।