নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরনে মিনি হাতবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ভালাম তরুন সংঘ কাঁঠালপাড়া তরুণ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ এডভোকেট শফিকুল হক মিলন।
পারিলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মকলেছুর রহমান (রেন্টু), সারাংপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, পারিলা ইউনিয়ন ৩নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক, পারিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও সারাংপুর যুব সংঘের সভাপতি মুস্তাকিন।
সারাংপুর যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন সারাংপুর যুব সংঘের সহ-সভাপতি মিনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থ-সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিব হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক শাজাহান খান তোতা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পবা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুইট ও পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য মাহাবুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।