নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার বিভিন্ন এলাকায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। এ সময়ে তিনি বলেন, বিশ্বব্যাপি ফুটবল একটি জনপ্রিয় খেলা। এই খেলায় রয়েছে অনেক শৈল্পিক কারুকার্য। একজন খেলোয়ার সেই কারুকার্য দিয়ে তার দলকে জিতিয়ে নেয়। সেইসাথে থাকে টানটান উত্তেজনা। মাঠের কানায় কানায় ভরে যায় জনগণে।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর যেমন সুস্থ থাকে তেমনি একজন প্রকৃত মানুষ হতে শেখায়। কারন যে খেলাধুলা করে সে কখনো মাদক সেবন করেনা। এছাড়া তারা হয় অত্যন্ত মানবিক ও সন্ত্রাসমুক্ত। দেশকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিত করে তুলতে ক্রীড়া হচ্ছে সব থেকে বড় মাধ্যম। তিনি আরো বলেন, বিগত পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে মানুষ, হাসতে, কথা বলতে এবং খেলাধুলা করতে ভূলে গিয়েছিলো। কারন সার্বক্ষণিক আটক, খুন ও গুম আতঙ্কে থাকতো জনগণ। সেই শংকা এখন আর নাই। খুনি হাসিনার পতনের পর থেকে জনগণ এখন হাসতে পারছে। পারছে খেলাধুলার আয়োজন করতে। এই অবস্থা ধরে রাখতে আগামীতে বিএনপিকে দেশ সেবার সুযোগ করে দিতে উপস্থিত জনগণকে আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে হড়গ্রাম ইউনিয়নের কাদিপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেইসাথে বসুয়াতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ডে-নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন মিলন। বিভিন্ন অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের সদস্য ও সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, পবা উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুল ওয়াহাব, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান নাজির, ৯নং ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক বাক্কার, ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল খালেক ও দেওয়ান আফতাব হাবিব খোকন ও দেওয়ান আলী নেওয়াজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুধিজন।