নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বন্ধগেটের নাম পরিবর্তন করে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত সাংগঠনিক ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম কাওসার আলী চত্বর করা হয়েছে। শুক্রবার বাদ আসর বন্ধগেট রেললাইনের দুইপারে কাওসার আলীর ছবি টাঙ্গিয়ে এই নামকরণ করা হয় বলে জানান তাঁর ছোট ভাই রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য আবু হেনা মোঃ শাহিন রান্টু। তিনি বলেন, তাঁর ভাই চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। তাঁর ভাইকে স্মরনীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
নাম করণ করার পরে মরহুম কাওসার আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন এলাকার শুধিজন শরিফুল ইসলাম, মামুনুর রশীদ, আলাল উদ্দিন, দেলোয়ার হোসেন দুদু, আব্দুর রহিম, হুমায়ন কবির, দিলদার হোসেন জনি, ইমাম রাজা জীবন, সবুজ আলী, সারোয়ার পারভেজ রকি, মনিরুজ্জামান রনি, জুয়েল আলম আলাল, মানু শেখ, রানা, মিলন ও সবুজ হোসেনসহ অত্র এলাকার অন্যান্য জনগণ উপস্থিত ছিলেন।