নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোন দল থাকবে না। কারণ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা এই পনের বছরে প্রায় ত্রিশ হাজার লোককে খুন করেছে। হাজার হাজার নেতাকর্মীকে গুমসহ মিথ্যা মামলায় দিয়ে কারাগারে রেখেছে। এখনো অনেক কর্মী জেলে আছে। তিনি বলেন, এই খুনি হাসিনার কারনে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যক্রম প্রকাশ্যে করা যেত না। পুলিশ লীগ দলীয় সন্ত্রাসীরা বাধা প্রদান সহ মারপিট করতো। কিন্তু এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে।
শুক্রবার বাদ আসর কাপাশিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি কাপাশিয়া আঞ্চলিক কমিটি ও সহযোগি সংগঠনের আয়োজনে ও সহযোগিতায় কাঁটাখালী পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মরহুম লতিফুল কবির রঞ্জুসহ প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের স্মরণে নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট স্বৈরাচার খুনি হাসিনা তাঁর দলীয় নেতাকর্মীদের অথৈই সাগওে ভাসিয়ে নিজের জান বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। সেই থেকে সেখানেই আছেন। তিনি বলেন, যত খুন, গুম হাসিনা করেছেন তার সব গুলোর বিচার হবে। মোদির কোলে বসে লুকিয়ে থেকেও তাঁর শেষ রক্ষা হবে না। কারন ঐ খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পরে অনেক বিএনপি নেতাকর্মীকে সামনের কাতারে দেখা যাচ্ছে। তাদেরকে ৫ আগস্টের পূর্বে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা আওয়ামীগের হয়ে মিছিল মিটিং করেছে। এসব নেতাদের চিন্থিত করে ব্যবস্থা নেয়া হবে। সেইসাথে ঐ সকল নেতাকর্মীদের কোন পদে না যাওয়ার পরামর্শ দেন তিনি। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, জেল খেটেছেন, পুলিশের ও আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছেন তারাই হবেন বিভিন্ন কমিটির পদধারী নেতৃবৃন্দ। শেষে তিনি মরহুম বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করেন। সবশেষে দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল হাসান।
বিএনপি কাপাশিয়া আঞ্চলিক কমিটির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু। এছাড়াও কাঁটাখালী পৌরসভা বিএনপি’র সদস্য সচিব নাজমুল ইসলাম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাঁটাখালী পৌরসভা কৃষকদলের আহ্বায়ক তোজাম্মেল হক মিনু , কাঁটাখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, কাঁটাখালী পৌরসভা ছাত্রদলের ফয়সাল আহ্বায়ক, কাঁটাখালী পৌরসভা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রাজন আব্দুল লতিফ, আব্দুল হাই মেম্বার, আসাদ কমিশনার,সাইফুল ইসলাম বাবু, রমজান, মেহেদী,রুবেল মাহাবুর ও মাহাবুর রহমান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্র্মী ও অত্র এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।