নিজস্ব প্রতিবেদক: রংধনু নাইট ফুটবল প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলা শনিবার রাতে অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র ক্রীড়া ও যুব সংগঠক মজিউল আহসান হিমেল এর আয়োজনে ও বিএনপি’র সাংগঠনিক ২নংওয়ার্ড বিএনপি’র ক্রীড়া ও যুব সংগঠক শামসুল আরেফিন কমল এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।