নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম এডভোকেট নাদিম মোস্তফা এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪টার দিকে দূর্গাপুর পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নাদিম মোস্তফার সহধর্মিণী এডভোকেট নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল ও মরহুমের ছেলে জুলফার নাইম মোস্তফা। এছাড়াও মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।