নিজস্ব প্রতিবেদক: ২৮ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল রাজশাহী বিভাগীয় কমিটির কর্মীসভা। এই কর্মীসভা সফল করতে রোববার বেলা ১১টায় রাজশাহী মালোপাড়াস্থ সাবেক বৃটিশ কাউন্সিল হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ¦ মাওলানা কাজী সেলিম রেজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব এডভোকেট মাওলানা মোহাম্মদ কাজী আব্দুল হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ওলামা দল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এনামুলক মাজেদী। সভা পরিচালনা করেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক। এছাড়াও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ওলামা দল সহযোগি সংগঠন নয়। এটা বিএনপি’র অঙ্গ সংগঠন। এজন্য ওলামা দলকে বিএনপি’র অন্যান্য অঙ্গ সংগঠনের মত করে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। আর বিভাগীয় সভা সফল করতে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।