নিজস্ব প্রতিবেদক: ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় রাজশাহীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর কাজিহাটা কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে লক্ষ্মীপুর মোড় দিয়ে সিএন্ডবি মোড় হয়ে পুণরায় কার্যালয়ের সামনে এসে র্যালি শেষ হয়। এরপর নিসচা রাজশাহী জেলা শাখার আয়োজনে কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা এর উপদেষ্টা সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.জি হেলথ এর সাবেক পরিচালক ডাক্তার মনিরুল হক, আদিবাসী নেতা সুভাস চন্দ্র হেমরম ও জাতীয় হকি টিম এর সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমানুল্লাহ বিন আক্তার আবিদসহ অত্র সংগঠনের অন্যান্য সদস্য ও শুধিজন।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, সড়ক অনিরাপদ হওয়ায় প্রতিদিন মানুষের প্রান ঝড়ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে ট্রাফিক আইন মেনে সবাইকে চলতে হবে। এছাড়া রাস্তা পারাপারে জেব্রাকচিং দেখে পার হতে হবে। আর যেখানে ফুট ওভার ব্রীজ আছে সেখানে অবশ্যই তা ব্যবহার করতে হবে। তারা আরো বলেন, দূর্ঘটনার কারনে প্রতিদিন মানুষ যেমন মারা যাচ্ছে, তেমনি পঙ্গুও হচ্ছে অনেকে। আর এই যন্ত্রণা নিয়ে ঐ ব্যক্তিকে সারাজীবন চলতে হচ্ছে।
তারা বলেন, প্রতিটি চালককে প্রকৃত প্রশিক্ষণ প্রদান করতে হবে। সেইসাথে চালকদের প্রতিযোগিতা না করে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানোর আহ্বান জানান তারা।