নিজস্ব প্রতিবেদক: ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় হতে র্যালি বের করা হয়। র্যালি নিয়ে তারা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর মোড়ে এসে শেষ করেন। সেখনেই পথসভা অনুষ্ঠিত হয়। শেষে নগরীর লক্ষ্মীপুর মোড়ে যাত্রী ছাউনীতে এইচআইভি/এইডস সনাক্তের জন্য দুই দিনব্যাপি রক্ত পরীক্ষা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
জানা যায় ১৯৮৮ সাল থেকে প্রতি বছর বাংলাদেশে ১লা ডিসেম্বর “বিশ্ব এইডস দিবস” হিসেবে পালিত হচ্ছে। বিশ্ব এইডস দিবসে সাধারন জনগণকে এইচআইভি সংক্রমণ সম্পর্কে সচেতন করে গড়ে তোলার লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে সিভিল সার্জন, রাজশাহী এবং আপস, বাচাঁর আশা, দিনের আলো, আলোর মিছিল, পদক্ষেপ, আরবান, ঢাকা আহসানিয়া মিশন, এফপিএবি, কারিতাস, তিলতমা, রিক, ব্যাক, ডেমিয়েন ফাউন্ডেশন, প্রচেষ্টা, আইসিডিডিআরবি, ডাসকো সহ বিভিন্ন এনজিও এবং সকল সরকারী/বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সুবিধা ভোগী, সমাজের সুধীজন, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সারা শহর ব্যাপি আপস এর আয়োজনে এইচআইভি/এইডস এর সচেতনতা বৃদ্ধির উপর মাইকিং করা হয়। এছাড়াও বিকেল ৪ টায় আপস এর উদ্যোগে আপস প্রধান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার (পল্টু)। সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নেটওয়ার্ক এর সদস্য, এবং কারেন্ট ড্রাগইউজার এবং আপস এর বিভিন্ন পর্যায়ের কর্মী, শিক্ষার্থী ও কর্মকর্তা সহ মোট ৩৫জন অংশগ্রহনকারী। উপস্থিত বক্তরা বলেন, বাংলাদেশে এর সংক্রমনের হার কম থাকলেও স্বস্তি পাওয়ার মত কিছু নেই। কারণ প্রতি বছর এইচআইভি সংক্রমনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ধর্মীয় মূল্যবোধ বিষয়টি তুলে ধরে সকলের ঐক্যের হাত ধরে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এইচআইভি প্রতিরোধ সম্ভব উল্লেখ করেন তারা।
এছাড়াও দিবস উপলক্ষে আপস ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্দ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুইদিন ব্যাপি ফ্রি এইচআইভি পরীক্ষা ও পরামশ কেন্দ্র পরিচালনা করে। সারা দিনে ১৮৯ জনের এইচআইভি পরীক্ষা করা হয় এবং ১৫০ জনকে এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা করা হয়। আপস এর সপ্তাহব্যাপী কর্মসূচীর হচ্ছে, সকল সার্ভিস সেন্টারে বিনামূল্যে এইআইভি পরীক্ষা, গনসচেতনতার লক্ষ্যে মাইকিং, গেম/কুইজ প্রতিযোগীতা, সপ্তাহব্যাপী তথ্যকেন্দ্র এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।