নিজস্ব প্রতিবেদক: বাঙালী জাতির শ্রেষ্ঠতম অর্জন ৫৪তম বিজয়ের মাস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার বিকালে নগরের আলুপট্টি মোড় থেকে পতাকা মিছিলটি বের করেন সিপিবির রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতারা।
পতাকা মিছিলটি কুমারপাড়া, সাহেববাজার হয়ে সোনাদীঘি মোড় ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা মানুষে মানুষে ভেদাভেদ দূর করে শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির রাজশাহী জেলা কমিটির সভাপতি ও মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন রেজা জেনু। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, মহানগরের সাধারণ সম্পাদক ওয়াজিদ কুমার মণ্ডল, সদস্য অসীম সরকার লিটন প্রমুখ।