নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর তত্ত্বাবধানে, জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা: শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ ও সদস্য সচিব ডা: পারভেজ রেজা কাকন এর ব্যবস্থাপনায় বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫আগষ্ট রাজশাহী মহানগরীর আলুপট্টির মোড়ে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করার সময় পুলিশ ও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় ও আগ্নেয় অস্ত্র সহ হমলা করে।
এতে অনেকেই আহত হন। এর মধ্যে ছিলেন খোকন। তিনি গুরুতর আহত হন। আহত খোকন এর শারিরীক খোঁজ খবর নেন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে সার্বিক সহোযোগিতার আশ্বাস প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং রংপুর জেলা ছত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা: মুহাম্মদ নুরনবী ইসলাম (নয়ন)।
ছাত্রদল নেতা ডা: মুহাম্মদ নুরনবী ইসলাম নয়ন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা সবর ছিলেন। এই গণআন্দোলনে তাদের জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। যার ফলশ্রুতিতে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এই আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে আহতদের সহায়তা করে আসছেন বলে জানান ডা. নয়ন। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।