নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডে টিসিবি কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ তুলে তা সমাধানের জন্য রোববার অত্র ওয়ার্ডের বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ পদক্ষেপ নেন। তারা বেলা ১১টার দিকে ৩নং ওয়ার্ডে যান এবং টিসিবি কার্ড কিভাবে প্রদান করা হচ্ছে তা সচিব এর নিকট জানতে চান। সেইসাথে দরিদ্র ব্যক্তি যে দলেরই হোক না কেন তাদেরকে কার্ড প্রদান করার আহ্বান জানান। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, যদি কোন ব্যক্তি ধনি বা ভালভাবে সংসার পরিচালনা করতে পারে এমন ব্যক্তিদের বাদ দেয়ার কথা বলেন। সেইসাথে মনগড়া কাজ করা থেকে বিরত থাকার জন্য সচিবকে বলেন।
এ বিষয়ে অত্র ওয়ার্ডের সচিব সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলাপ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন। তিনি বলেন, এটা সরকারী কার্যক্রম। ইচ্ছা করলে তিনি পরিবর্তন ও সংযোজন করতে পারেন না। কর্র্তৃপক্ষ যদি বলেন, তাহলে আপনাদের সবার সাথে আলোচনা ও পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য তাজ উদ্দিন আহমেদ সেন্টু ও আবু হেনা মোহাম্মদ শাহীন ৩নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক সেলিম, সদস্য সচিব মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মনিরুজ্জামান সেন্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, জয়নুদ্দিন, মহানগর যুবদদের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, সদস্য শিওন, রাজপাড়া থানা যুবদল নেতা আলাল হোসেন, মহানগর জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রানা ও বাদশা মিয়া, ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ছাত্রনেতা শান মোহাম্মদ, নয়ন ও আশিকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।