নিজস্ব প্রতিবেদক: “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী গোদাগাড়ীর রাজাবাড়ীতে কারিতাস রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে আলোচনা সভার পুর্বে রাজাবাড়ী হাট এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে রাজাবাড়ী হাট প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও আগস্টিন রাতিয়া নুনিয়া মুর্মু। সভাপতিত্ব করেন দেওপাড়া উন্নয়ন কমিটির সভাপতি আমান উল্লাহ।
বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন দেওপাড়া উন্নয়ন কমিটির সহ-সভাপতি ডোমেনিক মারান্ডী, গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয়ের সোশ্যাল ওয়ার্কার আব্দুল জলিল মিয়া, রাজাবাড়ী হাট জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তাকিম ও ক্লাব লিডার বিকাশ সরেন। কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের স্বেচ্ছাসেবক সিতারাম সরেন এর সার্বিক সহযোগীতায় কর্মএলাকার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারের সদস্য এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরাও অন্যান্য ব্যক্তির ন্যায় সৃষ্টিকর্তার সৃষ্টি। তারাও বাবা-মায়ের মাধ্যমে এই পৃথিবীতে আসে। এজন্য কোন প্রতিবন্ধীকে শিশুকে অবহেলা না করে পরম শ্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করতে হবে। অনকে পরিবার আছে লজ্জায় প্রতিবন্ধী শিশুকে বাড়ির বাহিরে আনে না। এটা ঠিক নয়। কারন প্রতিবন্ধীরাও এখন দেশেল হয়ে কাজ করছে। ক্রীদাঙ্গনে ভাল অবদান রাখছে। বহিরবিশ্বে যেয়ে দেশের সুনাম বয়ে আনছে। এছাড়াও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করে স্বাবলম্বী হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য ভাতা এর ব্যবস্থা করেছে। এজন্য সকল প্রতিবন্ধীকে ভাতা এর আওতায় আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।